টাঙ্গাইল-ওমরপুর সড়কের পৌর এলাকার বেড়াডোমায় লৌহজং নদীর উপর বেইলী ব্রীজ ভেঙ্গে রড বোঝাই একটি ট্রাকসহ নদীতে পড়ে গেছে। এতে টাঙ্গাইলের পশ্চিম অঞ্চলের সঙ্গে শহরের সরাসরি যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এ সড়কে চলাচলকারী ১৫ লক্ষাধিক লোক পড়েছে চরম ভোগান্তিতে। আজ বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে এ ব্রীজটি ভেঙ্গে পড়ে।
টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর মীর মইনুল হক লিটন জানান, বুধবার ভোর রাতে রড বোঝাই একটি ট্রাক ব্রীজের ওপর উঠা মাত্র ব্রীজ ভেঙ্গে ট্রাকসহ নদীতে পড়ে যায়। ট্রাকটি নদীতে পড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এর আগেও মালবাহী একটি ট্রাক ব্রীজটি অতিক্রম করার সময় ব্রীজটি ভেঙ্গে নদীতে পড়ে যায়। গত বছর তা সংস্কার করা হয়।
পশ্চিম টাঙ্গাইল অঞ্চলের লোকজনের শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কের ব্রীজটি পুনরায় ভেঙ্গে পড়ায় অত্র অঞ্চলের ১৫ লক্ষাধিক লোক দুর্ভোগের মধ্যে পড়েছে।
টাঙ্গাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র জামিলুর রহমান মিরণ ভেঙ্গে পড়া ব্রীজটি পরিদর্শন করেছেন। বিকল্পভাবে লোকজনের চলাচলের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৬/শরীফ