মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষীপুর এলাকার রায়েরপুর গ্রামে প্রতিপক্ষের হামলার ঘটনায় মামলা করায় এখন মামলা তুলে নিতে আসামীদের অনবরত হুমকীতে গ্রামছেরে পালিয়ে বেরাচ্ছে বাদীর পরিবার। প্রতিপক্ষরা এলাকায় ব্যাপক প্রভাবশালী হওয়ায় হামলার শিকার ভুক্তভোগীরা চিকিত্সা সেবা নিতে গিয়েও হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে মামলার প্রেক্ষিতে পুলিশ ২ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার সকালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দলবল নিয়ে মাসুদ সরদারের বাড়িতে একই গ্রামের রেজাউল রাঢ়ি হামলা চালায়। এসময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি মাসুদ সরদার (৩২), জান্নাত আক্তার (৩০), নাছিমা বেগম (৩৫), তুহিন (২০) ও শাহীনকে (১৮) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা। হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করে। এঘটনায় ৭ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করলে পুলিশ রেজাউল রাঢ়ি (৩৫) ও বাদল সরদারকে (৩৮) গ্রেফতার করে। কিন্তু এতে আরো ক্ষিপ্ত হয়ে আসামীপক্ষ মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে আসছে বলে অভিযোগ বাদীপক্ষের। আর আসামীপক্ষদের ভয়ে বর্তমানে মামলার বাদী নাছিমা বেগম তার পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৬/শরীফ