বাগেরহাটের মোরেলগঞ্জে শ্রমিকলীগ নেতা ও আওয়ামী লীগের ১ কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০টার দিকে জিউধরা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা ও থানা পুলিশ জানায়, দুর্বৃত্তরা ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাঝি (৩৮) ও আওয়ামী লীগ কর্মী লোকমান হোসেন হাওলাদার(৪৮)-কে মাদ্রাসা বাজার এলাকায় একটি মৎস্য ঘেরে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আহতদের পুলিশের সহায়তায় উদ্ধার করে রাত ১টার দিকে মংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘের থেকে মাছ লুট ও ঘের দখলে বাঁধা দিলে এই মারপিটের ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খান হাসিবুর রহমান শান্তসহ ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আনোয়ার হোসেনের স্ত্রী ফাতেমা বেগম।
এ বিষয়ে থানার ওসি মো. রাসেদুল আলম বলেন, ঘটনাস্থলে রাত থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৩ জানুয়ারি, ২০১৬/ রশিদা