পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধের দাবিতে কুমিল্লা বিবির বাজার স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য ব্যবসায়ীরা ধর্মঘট আহবান করেছে। আজ বুধবার থেকে শুরু হওয় ধর্মঘটে স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ব্যবসায়ীদের সংগঠন কুমিল্লা বিবির বাজার সিএন্ডএফ এসোসিয়েশন ও এক্সপোর্টার ইমপোর্টার এসোসিয়েশনের নেতৃবৃন্দ এ ধর্মঘট আহবান করেন।
সিএন্ডএফ এসোসিয়েশনের সদস্য জামাল হোসাইন জানান, বিভিন্ন শ্রমিক ও মালিক সংগঠনের নামে প্রতিদিন প্রতি গাড়ি থেকে ৩ ভাগে ১২০ টাকা করে নেয়া হয়। চাঁদা না দিলে ট্রাক চালকদের মারধর করা হয়। এখানের অর্ধশতাধিক ব্যবসায়ী চাঁদাবাজদের নিকট হয়রানির শিকার হচ্ছেন।
এক্সপোর্টার ইমপোর্টার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল পাল বলেন, ‘এ বিষয়ে প্রতিকার চেয়ে গত বছরের ২৬ এপ্রিল কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। সুরাহা না হলে অনির্দিষ্টকালের জন্য ব্যবসায়ীদের ধর্মঘট চলবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ জানান, এখানে তিনটি সংগঠন চাঁদা তোলে। কে আসল কে নকল জানি না, এ টাকা কোথায় যায় সেটাও জানি না।
কুমিল্লা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো.নজরুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ীদের ধর্মঘটের বিষয়টি শুনেছি। তারা ধর্মঘটে গেলে সরকার রাজস্ব হারাবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৬/শরীফ