পার্বতীপুর-রংপুর সড়কের দিনাজপুরের পার্বতীপুরে বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে মো. আনোয়ার হোসেন (২৭) নামে একজন নিহত হয়েছে। নিহত আনোয়ার হোসেন রংপুর দিনাজপুরের পার্বতীপুর শহরের খলিফাটারী বাসিন্দা এবং প্রাইভেট কার চালক ছিলেন।
আজ বুধবার সকাল সাড়ে ৭টায় পার্বতীপুর উপজেলার পার্বতীপুর-রংপুর সড়কে তুলসিপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পার্বতীপুর মডেল থানার এসআই মমিন জানান, সকালে রংপুর হতে একটি প্রাইভেট কার পার্বতীপুর রেল স্টেশনে লোক নিতে আসার পথে পার্বতীপুর-রংপুর সড়কে তুলসিপুকুর নামক স্থানে একটি বাস মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকের মৃত্যু হয়।
পার্বতীপুর মডেল থানার ওসি মো. মাহামুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৬/শরীফ