ফুরফুরা শরিফের পীর আল্লামা জবিহুল্লাহ সিদ্দিকী বলেছেন, পিতামাতাকে খেদমত করুন। কারণ সন্তানের জন্য পিতামাতাই হচ্ছে বড় পীর।
তিনি আজ ঝিনাইদহের ব্যাপারীপাড়াস্থ সায়াদাতিয়া খানকা শরীফে আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন।
পীরজাদা আরো বলেন, নিয়মিত নামাজ আদায় ও জিকিরের মাধ্যমে অন্তরের কালিমা পরিস্কার করতে হবে। অন্তর পরিস্কার হলেই আল্লাহ পাককে পাওয়া যাবে।
বিডি-প্রতিদিন/ ১৩ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন