ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকা থেকে ১৫ সালের ৬ জুন র্যাবের হাতে আটক হওয়া বৈধ ও অবৈধ ৫৪টি অস্ত্রের মধ্যে ৬টি বৈধ অস্ত্র লাইসেন্সধারীদের ফেরত দেয়া হয়েছে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহিনুজ্জামান জানান, আদালতের নির্দেশে মঙ্গলবার ৬ জন বৈধ লাইসেন্সধারীকে ৫টি শটগান ও একটি বিদেশি বন্দুক ফেরত দেয়া হয়েছে।
উল্লেখ্য, ফেনীর সোনাগাজীতে একটি সভা করে ৬ জুন রাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফেনী আসার পথে মহাসড়কের লালপুলে র্যাব তাদের গতিরোধ করে। এসময় ৩টি মাইক্রোসহ ছাত্রলীগ-যুবলীগের ২৬ নেতা কর্মীকে ৫৪টি অস্ত্রসহ গ্রেফতার করে। অস্ত্রগুলোর মধ্যে ৫টি শর্টগান, ৫টি পিস্তল, ১টি একনলা বন্দুক, ৪টি এলজি ও ১৬টি রামদা ১৬টি চাপাতি, ৪টি চায়না কুড়াল ছিল। ঘটনার পরই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা দাবী করেন র্যাব প্রভাব খাটিয়ে তাদের বৈধ অস্ত্রগুলো রেখে তাদের ঘটনাস্থল থেকে চলে যেতে বাধ্য করে।
ফেনীর চীফ জ্যুডিশিয়াল ম্যাজিস্টেট মশিউর রহমানের আদালতে পুলিশ মামলাটির চার্জশীট দাখিল করেছেন। ৩১ ডিসেম্বর মামলাটির শুনানির দিন ধার্য ছিল।