নীলফামারী ডোমার উপজেলার সোনারায় বাজারে বাসের ধাক্কায় উদিয়ুতুল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডোমার-নীলফামারী সড়কের সোনারায় বাজারে। নিহত হেদায়েতুল্লাহ ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের বাবুর ডাঙ্গা গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে রফিকুল জানান, সোনারায় বাজার সংলগ্ন জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় নীলফামারী থেকে ডোমার গামী নৈশকোচ জিসা এন্টারপ্রাইজ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/ ১৩ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন