রাঙামাটি শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার বিকাল ৫টায় শহরের টিটিসি কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সূত্রে জানা গেছে, আজ বুধবার বিকাল ৫টায় শহরের টিটিসি কলোনী এলাকায় পরিতোষ চাকমার (৪৫) বাড়িতে আগুন লেগে তা ঘরের চার পাশে ছড়িয়ে পর। পরে আশেপাশের ঘরগুলোতে আগুন ভয়াভয় রূপ নেয়। এসময় প্রায় ৩০টি বসতঘর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়। হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরে পুরো এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুঠে আসে স্থানীয় এলাকাবাসী, সেনা সদস্য ও রাঙামাটি ফায়ার সার্ভিস ইউনিট। উভয়ের যৌথ প্রচেষ্টায় কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৩০টি ঘরসহ মূল্যবান আসবাবপত্র।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৬/শরীফ