সিরাজগঞ্জ সদর পৌরসভার নব-নির্বাচিত বিএনপি ও বাসদের চার কাউন্সিলর আওয়ামী লীগে যোগদান করেছেন।
আজ বুধবার সন্ধ্যায় জেলার ৬টি পৌরসভার নব-নির্বাচিত মেয়রদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের হাতে ফুলের তোড়া দিয়ে তারা আওয়ামী লীগে যোগ দেন।
এরা হলেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইয়ার আলী এবং ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মোছাঃ মমতা খাতুন।
সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৩ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন