পাঁচ বছরের পুরাতন ২০১১ সালের আগের সব কয়টি মামলা দ্রুত নিষ্পত্তির আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা জজ আদালত আয়োজিত ১ম ত্রৈমাসিক জুডিসিয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে বিচারকদের প্রতি তিনি এ আহবান জানান। এসময় ৩০ লাখ মামলা ঝটের কথা উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘এতো মামলার বোঝা নিয়ে বিচার বিভাগ চলতে পারে না। ’
লক্ষ্মীপুর সার্কিট হাউজে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীর উদ্বৃতি দিয়ে আরো বলেন, ‘আদালত অপরাধীদের ঢালাওভাবে জামিন দিচ্ছেন কথাটি সঠিক নয়। আদালত জামিন দেয় পুলিশ রিপোর্টের ওপর ভিত্তি করে। পুলিশের ত্রুটিপূর্ণ রিপোর্টের কারণেই অনেক সময় অপরাধীরাও জামিন পেয়ে যান বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।
লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সম্প্রসারিত নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে আইনজীবীদের আদালত বর্জনের বিষয়টি অনভিপ্রেত উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘এটা আইনজীবী ও বিচারকদের জন্য কাম্য নয়। এতে বিচারপ্রার্থীরা ভোগান্তির শিকার হন। বাধাগ্রস্থ হয় বিচার বিভাগের কার্যক্রম। এসময় তিনি সরকারি ভূমিতে নির্মাণাধীন সমিতির নতুন ভবণ নির্মাণের কাজ বন্ধ করে তা অপসারণ করতে আইনজীবীদের প্রতি আহবান জানান। একই সময়ে নতুন কোনো স্থানে আইনজীবীদর ভবন নির্মাণ করে দেয়ার আশ্বাসও দেন তিনি।
জেলা ও দায়রা জজ মো. আখতার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবদুল বাসেত মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লু রহমান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জি এইচ এম আব্দুর নুর ও সাধারণ সম্পাদক রফিক উল্লাহ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, আপিল বিভাগের অতিরিক্ত রেজির্ষ্টার অরুনাভ চক্রবর্তী, প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ।
এর আগে দুপুর ১২টায় জেলা ও দায়রা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেন প্রধান বিচারপতি। এসময় তিনি জেলা আইনজীবী সমিতির সস্প্রসারিত নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন কক্ষ ভাংচুরের ঘটনার দৃশ্যপট অবলোকন করেন।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৬/শরীফ