গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শিবিরের সাবেক সভাপতি শাহজাহান মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার সন্ধ্যায় জেলা সদরের তুলশিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাহজাহান উপজেলার মহদীপুর ইউনিয়নের মহদীপুর গ্রামের সোলায়মান মিয়ার ছেলে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, শাহজাহানের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে। এতোদিন ধরে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি তিনি তুলশিঘাট এলাকায় অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় অভিযান চালিয়ে শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে শাহজাহানকে জেলা কারাগারে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/ ১৩ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন