ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারে শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধু উল্টে আবুল কাশেম (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দু’জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম পাশের জেলা মেহেরপুরের কোমরপুর গ্রামের এনায়েত গায়েনের ছেলে।
আহতরা হলেন-একই গ্রামের আরমান আলীর ছেলে মিজান হোসেন (৩০) রাধাকান্তপুর গ্রামের বাহাদুর আলীর ছেলে ঝন্টু মিয়া (২৫)। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, ওই তিনজন সকালে আলমসাধুতে করে মেহেরপুর থেকে যশোর যাচ্ছিলেন। পথে নগরবাথান বাজারে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আলমসাধুটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আবুল কাশেম নামে এক যাত্রী মারা যান। এসময় আহত হন আরো দু’জন।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন