চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ৭৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতভর জেলা পুলিশের একাধিক টিম এ অভিযান চালায়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযানে বিভিন্ন উপজেলা থেকে পরোয়ানাভুক্ত ৬৪ ও নিয়মিত মামলায় ৯ আসামিসহ মোট ৭৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসময় বোয়ালখালী উপজেলা থেকে ২০০ লিটার ও সাতকানিয়া থেকে ৩৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া চন্দনাইশ উপজেলা থেকে ৮৮০ পিস, সীতাকুণ্ড থেকে ৩০ পিস ও মীরসরাই থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন