জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের চকপাড়া গ্রাম থেকে এক যুবকের গলাকাটা অর্ধদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে রশিদপুর ইউনিয়নের চকপাড়া গ্রামে একটি ধানক্ষেতে ২২/২৩ বছর বয়সী এক যুবকের লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে অজ্ঞাত যুবকের গলাকাটা এবং অর্ধেক দেহ দগ্ধ অবস্থায় পাওয়া গেছে।
জামালপুর সদরের নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাব-ইন্সপেক্টর মহব্বত কবির জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলা কেটে হত্যার পর ওই যুবকের লাশে আগুন ধরিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা।
এব্যাপারে নারায়নপুর তদন্ত কেন্দ্রে একটি মামলা দায়ের হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন