কক্সবাজারের টেকনাফে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার র্গাড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে লেদা বিওপি চৌকির জওয়ানরা এক গোপন সংবাদে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। যাত্রীবাহী একটি চাঁদের গাড়ি তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ওই ইয়াবা উদ্ধারের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার ইয়াবার আনুমাণিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানা যায়। উদ্ধার ইয়াবাগুলো বিজিবি ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে পরবর্তীতে ঊদ্ধতন কর্তৃপক্ষের অনুমতিতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৬/শরীফ