সরকারবিরোধী আন্দোলন চলাকালে হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জে রফিকুল ইসলাম সরকার ওরফে রফিক (৪২) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতারের পর আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সারুটিয়া গ্রামের মৃত এহসান আলীর ছেলে। এর আগে বুধবার দুপুরে বঙ্গবন্ধু সেতুতে সিকিউটিরিটি সেকশনে সহকারী ম্যানেজার হিসেবে দায়িত্বরত অবস্থায় সেতুর গোলচত্বর এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
সদর থানার সহকারী উপ-পরিদর্শক পরেশ চন্দ্র সাহা জানান, আটক বিএনপি নেতা রফিকের বিরুদ্ধে নাশকতাসহ প্রায় এক ডজন মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৬/শরীফ