কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বাসচাপায় নারী ও শিশু নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর দক্ষিণ উপজেলার শ্রীনিবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লালমাই পুলিশ ফাঁড়ির এসআই চন্দন জানান, সদর দক্ষিণের শ্রীনিবাস এলাকায় কুমিল্লাগামী দোয়েল পরিবহনের একটি বাস ও লালমাইগামী একটি সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটো রিকশার যাত্রী এক নারী নিহত হন। অটো রিকশার যাত্রী অন্য আহত ৬ জনকে কুমিল্লা জেনারেল হাসপাতালে পাঠানো হলে আড়াই বছরের এক শিশু মারা যায়। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
কুমিল্লা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সালাউদ্দিন মাহমুদ জানান, আহত ৬ জনকে কুমিল্লা জেনারেল হাসপাতালে আনা হলে আড়াই বছরের এক শিশু মারা যায়। বাকি ৫ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন