চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার সদ্য নির্বাচিত মেয়র বিএনপি নেতা তারিক আহমেদকে একটি হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে তারিক আহমেদ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গোমস্তাপুর থানার ওসি খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, ২০১৫ সালের ৪ মার্চ গোমস্তাপুরে একটি ট্রাকে আগুন দিলে ট্রাকে থাকা এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে নিহত হন। ওই ঘটনায় পরের দিন গোমস্তাপুর থানায় নাশকতা ও হত্যা ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। তারিক আহমেদ ওই মামলার এজাহারভুক্ত আসামী। তার বির’দ্ধে আরো পৃথক দুটি মামলা রয়েছে। আজ ৩টি মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে, আজ বৃহস্পতিবার সকালে নব-নির্বাচিত জামায়াতের দু’জন মহিলা কাউন্সিলরকে রাজশাহীতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আনোয়রা খাতুন পলি এবং শিবগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনিজলা খাতুন। তারা শপথ নেয়ার জন্য রাজশাহী যাচ্ছিল। এমন সময় তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশের একটি সূত্র জানায়। এর আগে বুধবার রাতে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর মানইনুল ইসলামকে আড়াইশ’ গ্রাম গানপাউডার ও ৬টি ককটেলসহ গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৬/শরীফ