মাদারীপুরের কালকিনি পৌর এলাকার চরঠেঙ্গামারা গ্রামে আশ্রায়ন প্রকল্পের দরিদ্র শিশুদের উৎসাহ প্রদান করতে আনুষ্ঠানিকভাবে একসঙ্গে ৪০ টি শিশুর জন্মদিন উৎসব পালন ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। আজ সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রজেক্টের পরিচালিত শিশু বান্ধব কেন্দ্রের উদ্যোগে উক্ত উৎসব উদ্যাপন করা হয়। প্রকল্পের সমন্বয়কারী রুবেন সলিল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও শাম্মী আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফরিদা ইয়াসমিন ও কালকিনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের টেকনিক্যাল সমন্বয়ক সৈকত মজুমদার এবং অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন প্রজেক্ট অফিসার মো. কবির উদ্দীন। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রোগ্রাম সুপার ভাইজার সৈয়দা লুবনা শম্পা। এসময় ৪০জন শিশু নিজেদের জন্মদিন উৎসব পালনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৬/শরীফ