লক্ষ্মীপুরে আদালত প্রাঙ্গনে পুলিশের হেফাজতে থাকা অস্ত্র মামলার আসামি আতিকুর রহমান আজাদ হ্যান্ডকাপসহ পালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনালে হাজিরা দিয়ে যাওয়ার পথে সে পালিয়ে যায় বলে জানা যায়। এ ঘটনার পরে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া ঘটনাস্থলে ছুটে গেলেও এখনো পর্যন্ত তাকে আটক করতে পারেনি পুলিশ। তবে পুলিশের এই দুই কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেননি।
আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ র্যাবের হাতে গ্রেফতার হন সদর উপজেলার গন্ধব্যপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আজাদ। এছাড়া অস্ত্র আইনে তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। দুপুরে আদালতে হাজিরা দিয়ে বের হয়ে যাওয়ার সময় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আসামী আজাদ পালিয়ে যান।
এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা জজ আদালতের পিপি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, বিশেষ ট্রাইব্যুনালে অস্ত্র মামলার আসামী আজাদ হাজিরা দিয়ে আদালত থেকে বের হবার সময় পুলিশি হেফাজতে থাকা অবস্থায় হ্যান্ডকাপসহ পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৫/মাহবুব