চুয়াডাঙ্গায় ২০১৫ সালে ঘটে যাওয়া শিশু হত্যা, অপহরণ, ধর্ষণ, বাল্য বিবাহ এবং শিশু নির্যাতনের প্রতিবাদে শহরে মৌনমিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) চুয়াডাঙ্গা জেলা শাখা।
বৃহস্পতিবার দুপুরে মৌন মিছিলে নেতৃত্ব দেন এনসিটিএফের সভাপতি জান্নাতুল নাঈমা, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম অন্তুু।
প্রতিটি শিশুর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় এনসিটিএফ উদ্বেগ প্রকাশ করে এর প্রতিকার চেয়ে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে জেলা প্রশাসক সায়মা ইউনুসের নিকট একটি স্মারকলিপি প্রদান করে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনজুমান আরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৫/মাহবুব