কুমিল্লার বিবিরবাজার স্থল বন্দরের ধর্মঘট সাময়িক স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সিএন্ডএফ এজেন্টস্ ও চাঁদা আদায়কারী বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সমঝোতা বৈঠকে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়। চাঁদাবাজির প্রতিবাদে কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও এক্সপোর্টার ইমপোর্টার এসোসিয়েশনের গত বুধবার সকাল থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ধর্মঘট আহ্বান করেছিল।
সূত্র জানায়, স্থলবন্দর এলাকায় দীর্ঘ দিন ধরে রফতানী পণ্যবাহী প্রতি ট্রাক থেকে কুমিল্লা জেলা ট্রাক মালিক সমিতি ও কুমিল্লা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নামে ৫০ টাকা, মালিক শ্রমিক ঐক্য পরিষদের নামে ৫০ টাকা এবং কুমিল্লা জিলা ট্রাক, ট্রাঙ্কলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নামে ২০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। অবৈধভাবে এ চাঁদা আদায় নিয়ে ঝগড়া বিবাদ ও মারধরসহ হয়রানির শিকার হচ্ছেন ট্রাক ড্রাইভার ও ব্যবসায়ীরা।
এ বিষয়ে বিবিরবাজার স্থলবন্দর এক্সপোর্টার ইমপোর্টার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল পাল জানান, আগামী ১৯ জানুয়ারি পূনরায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে, বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠনের নামে তারা কিভাবে চাঁদা আদায় করছে এর স্বপক্ষে বৈধ কাগজপত্র নিয়ে ওই বৈঠকে হাজির থাকতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে, তাই ধর্মঘট স্থগিত রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৫/মাহবুব