ফেনীর দাগনভূইয়ায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ফেনী-নোয়াখালী মহাসড়ক সংলগ্ন দাগনভূইয়ার মুক্তারবাড়ি এলাকার ঝোঁপ থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানান, বৃহস্পতিবার দুপুরে ফেনী-নোয়াখালী মহাসড়ক সংলগ্ন দাগনভূইয়ার মুক্তারবাড়ি এলাকার ঝোঁপের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য বিকেলে লাশটি ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ আরো জানায়, নিহতের পরনে কাল শার্ট ও প্যান্ট ছিলো। লাশের মাথায়, মুখ ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। কেউ তাকে অনত্র হত্যা করে লাশ ওই স্থানে ফেলে যায় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৫/মাহবুব