রাজশাহীর বাঘায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবি নিয়ে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে।
শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে বাধা সৃষ্টি করতে গিয়ে দফায়-দফায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ অন্ততঃ ১০ জন আহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে বাঘার শাহদৌলা ডিগ্রি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাঘা শাহদৌলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা তাদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তেঁথুলিয়ার পরিবর্তে বাঘায় আনার দাবি নিয়ে কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। এরপর মিছিলটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে ফিরে আসার পর তারা কলেজ গেটের সামনে রাস্তা অবরোধ করে। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে তাদের ধাওয়া করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ, ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় বাঘা থানার পরিদর্শক (তদন্ত) ধীরেন্দ্রনাথ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মির্জা হাসান ও কনষ্টেবল তোতা গুরুতর আহত হন। পুলিশের লাঠির আঘাতে কলেজ ছাত্র দুর্জয়, আসিব, মেহেদী, পলাশ এবং পথচারী সাজদার রহমানসহ অন্ততঃ ১০ জন আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাঘা শাহ্দৌলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব জানান, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই পরীক্ষার সময় সরকারি নির্দেশনা অনুযায়ী এক স্থানের শিক্ষার্থীরা আরেক স্থানে গিয়ে পরীক্ষা দেয়। সেদিক থেকে বাঘার শিক্ষার্থীদের তেঁথুলিয়া যেতে হয়। অপর দিকে তেঁথুলিয়ার শিক্ষার্থীদের আড়ানী যেতে হয়। আর আড়ানীর শিক্ষার্থীদের বাঘায় আসতে হয়। এর ফলে শিক্ষার্থীদের সময় অপচয়সহ পরীক্ষার পরিবেশ বিঘ্নিত হয়। এ কারণে শিক্ষার্থীরা তাদের কেন্দ্র আগের মতো নিজ প্রতিষ্ঠানে রাখার দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহামুদ জানান, রাস্তায় যানজট সৃষ্টি হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ এলে ছাত্ররা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে কিছুটা ধাওয়া পাল্টার ঘটনা ঘটে। পরে শিক্ষকদের সহযোগিতা নিয়ে শহীদ মিনার চত্বরে কেন্দ্র পরিবর্তনের বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন