কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নগরীর চরপাড়া মোড়ের টাইম স্কয়ারের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে আগত সাধারণ মানুষ তনু হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে। তারা বলেন, ‘আমাদের বোনের জন্য রাজপথে নেমেছি, বিচার না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবো।’
এদিকে সকালে ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে কলেজ ফটকের সামনে মানববন্ধন করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে তারা দ্রুত তনু হত্যার বিচার দাবিতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন ও জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর নিকট স্মারকলিপি প্রদান করেন।
বিডি-প্রতিদিন/ ৩০ মার্চ ১৬/ সালাহ উদ্দীন