পাবনার ফরিদপুরে নৌকা ডুবে দুই কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় ওই কেন্দ্রগুলোতে ভোটগ্রহণে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে বড়াল নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। আগামীকাল বৃহস্পতিবার উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ফরিদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, আগামীকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ উপলক্ষে উপজেলার ৫ টি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সামগ্রী নির্বাচন অফিস থেকে পাঠানো হচ্ছিল। দুপুর আড়াই টার দিকে উপজেলার পুঙ্গলী ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১৩ শত ৫৭ ভোটের ও বিলচন্দক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১৮ শত ৯৬ ভোটের মালামাল নিয়ে সংশ্লিষ্টরা উপজেলার বড়াল নদীর বনওয়ারীনগর ঘাট থেকে একটি নৌকায় ওঠেন। অতিরিক্ত বোঝাইয়ের কারণে নৌকাটি ঘাট থেকে রওনা হওয়ার সময়ই ডুবে যায়। এতে বস্তা ভর্তি ব্যালট পেপারসহ নির্বাচনের সব মালামাল পানিতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় সেগুলো নদী থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু ব্যালট পেপারগুলো ভিজে নষ্ট হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পরে। তাৎক্ষনিক বিয়টি কর্তৃপক্ষকে অবহিত করলে নতুন ব্যালট পেপারের ব্যবস্থা করা হচ্ছে বলেও তিনি জানান।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নির্বাচনী মালামাল নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি কমিশনকে জানানো হয়েছে। বিকল্প ব্যবস্থায় ব্যালট পেপার আনা হচ্ছে বিধায় কোন সমস্যা হবে না বলেও তিনি জানান। শুধুমাত্র দুই কেন্দ্রের ৩২শত ৫৩ টি ব্যালট পেপার নষ্ট হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ৩০ মার্চ ১৬/ সালাহ উদ্দীন