ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধার হওয়া ১৯৭১ সালের পাকিস্তানি বাহিনীর ফেলে যাওয়া অবিস্ফোরিত শক্তিশালী একটি আর্টিলারি শেল ধ্বংস করা হয়েছে। আজ বুধবার দুপুরে র্যাব হেডকোয়ার্টার্সের একটি বোমা বিশেষজ্ঞ দল বোমাটির বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে।
পুলিশ জানায়, আখাউড়া পৌর শহরের তারাগণ এলাকার দক্ষিণপাড়ায় একটি পুকুর খনন করার সময় অবিস্ফোরিত একটি আর্টিলারি শেল স্থানীয়রা উদ্ধার করে। পরে পুলিশ হেফাজতে তিনদিন থাকার পর আজ বুধবার র্যাব হেডকোয়ার্টার্স থেকে ডিএডি আবেদুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ দল দুপুর সাড়ে ১২টার দিকে শেলটি মাটিতে গর্ত খুঁড়ে ধ্বংস করে।
ডিএডি আবেদুর রহমান জানান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এ ধরনের অসংখ্য আর্টিলারি শেল দেশজুড়ে ফেলে গেছে। এসব শেল দেড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত ক্ষতি সাধন করার ক্ষমতা রাখে।
বিডি-প্রতিদিন/৩০ মার্চ ২০১৬/শরীফ