নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে মনির হত্যার মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার সকালে লক্ষীপুর জেলার রায়পুর থানার ভোলারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন ওই এলাকার আবু সাঈদের ছেলে মিল্লাত হোসেন ও দুলাল মিয়ার ছেলে সোহেল মিয়া।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, মাদক ব্যবসায় বাঁধা দেয়াকে কেন্দ্র করে গত ১৩ মার্চ মধ্যরাতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মাদক ব্যবসায়ী মিল্লাত হোসেন, শাওন, আবু সাঈদ, ফয়সাল, রবিন, সোহেল, শুক্কুরসহ ৮-১০ জনের একদল সন্ত্রাসী মনির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুর’তর জখম করেছে বলে তার পরিবারের দাবি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত মনির হোসেনের মা খোদেজা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ লক্ষীপুর জেলার রায়পুর থানার ভোলারচর এলাকা থেকে ওই দুইজনকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/৩০ মার্চ ২০১৬/শরীফ