যশোর সদর উপজেলায় হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত দুইজনের মৃত্যৃ হয়েছে। বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন সবুজ (২৮) ও ইবাদুলের (৩৬) মৃত্যু হয়। নিহত সবুজ যশোর সদর উপজেলার কাঠামারা গ্রামের আনার উদ্দিনের ছেলে ও ইবাদুল ইসলামের বাবার নাম রমজান আলী।
এর আগে বুধবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আন্দোলপোতা এলাকায় বোমা তৈরির সময় ৫জন আহত হন।
পরে তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সবুজ ও ইবাদুলের মৃত্যু হয়।
আর আহত আন্দোলপোতা গ্রামের বাদশা মোল্যার ছেলে গোলাম মোস্তফা (৩০) ও একই গ্রামের আলাউদ্দিনের ছেলে রুবেল হোসেন (২০) এবং রাকির হোসেনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন