নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে গুলি করে ফারুক (২৭) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ফারুকের ভাই মিলন সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে আহত হয়েছন।
বুধবার দিনগত রাত ১১টায় শরীফপুর গ্রামের কামাল চেয়ারম্যানের পুলের কাছে এ ঘটনা ঘটে।
নিহত ফারুক শরীফপুর ইউনিয়নের ব্যাপারি বাড়ির নুরুল আমিনের ছেলে। তিনি মোটরসাইকেল মেরামতের কাজ করতেন।
স্থানীয়রা জানায়, ফারুক ৬ মাস আগে বেগমগঞ্জের চৌমুহনী পূর্ব বাজারে ড্রিম হাসপাতালের সামনে মোটরসাইকেল মেরামতের একটি ওয়াকর্শপ দেন। বুধবার রাতে ওয়ার্কশপ বন্ধ করে তার আরেক ভাই মিলনসহ শরীফপুরে গ্রামের বাড়িতে ফিরছিলেন।
পথে কামাল চেয়ারম্যানের বাড়ি কাছে পুলের কাছে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেল থামিয়ে সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে নেয়।
পরে ফারুকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (ওসি-তদন্ত) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে।
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন