কক্সবাজারের টেকনাফের হ্নীলা জাদীমুড়া এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা।
২ বর্ডার গার্ড ব্যাটালিয়ান অধিনায়ক আবুজার আল জাহিদ জানান, আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তার নেতৃত্বে লেদা বিওপির জওয়ানরা জাদীমুড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার ইয়াবার আনুমানিকমূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানান তিনি।
পরে উদ্ধার ইয়াবাগুলো ব্যাটলিয়ান সদরদপ্তরে জমা রেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/৩১ মার্চ ২০১৬/শরীফ