বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরস্থ জেলা বিএনপি’র কার্যালয়ে এ সমাবেশ করা হয়।
জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এড. হারুনুর রশিদ ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক এড. হাছিবুর রহমান হাছিব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসার নিজাম উদ্দিন, জেলা যুুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন ও পৌর যুবদলের সাধরণ সম্পাদক সৌরভ হোসেন ভূলু প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন