বাগেরহাটের মোরেলগঞ্জে মাধ্যমিক স্তরের ১শ’ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে দুপুর ২টা পর্যন্ত।
উপজেলা সদরের সরকারী বালিকা বিদ্যালয়, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় ও কেজি মাধ্যমিক বিদ্যালয়ের ভোটের পরিবেশ পর্যবেক্ষন করছেন স্থানীয় সুধীমহল ও সরকারি কর্মকর্তারা।
এসিলাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার ১০ম শ্রেণির ছাত্র ইমরোজ তৌফিক বলেন, এই নির্বাচনে সাম্প্রতিক কালের কোনো নির্বাচনের প্রভাব পড়বে না। ‘যার ভোট সে দিবে, টেবিলে নয় গোপনেই দিবে’ বলেও উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার।
সরকারী বালিকা বিদ্যালয়ে ৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ২৯ জন। এসিলাহা উচ্চ বিদ্যালয়ে ১৬ জন ও কেজি মাধ্যমিক বিদ্যালয়ে ১০ জন প্রার্থী কেবিনেট সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের ৭ দিনের মধ্যে নির্বাচিত ৮ সদস্য তাদের মধ্য হতে ১ জনকে কেবিনেট প্রধান নির্বাচিত করবেন। এরপরে এই ৮ জন ৮টি দপ্তরের দায়িত্ব পালন করবেন। দপ্তরগুলো হচ্ছে: পরিবেশ সংরক্ষণ, পুস্তক এবং শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া সংস্কৃতি সহপাঠ, পানি সম্পদ, বৃক্ষ রোপন বাগান তৈরি, দিবস অনুষ্ঠান উদ্যাপন ও আইসটি।
বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় প্রণীত ম্যানুয়েল অনুযায়ী মাধ্যমিক স্তরের এই স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ, ২০১৬/ রশিদা