নাটোরের সিংড়া উপজেলায় ট্রাক চাপায় পলক নামের ৪ বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার রাত পৌনে ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পলক সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানার ছেলে।
জানা যায়, রাতে এসআই সোহেল তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে যোগে নাটোর শহর থেকে থানায় ফিরছিলেন। এসময় শেরকোল এলাকায় পৌঁছালে একটি মরা গাছ রাস্তায় ভেঙে পড়ে।
এতে মোটরসাইকেলটি ওই গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং তারা সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ঐ শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এঘটনায় এসআই সোহেল ও তার স্ত্রী গুরুতর আহত হন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর ২০১৬/হিমেল