যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাত ১০টার দিকে সীমান্তের পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বেনাপোলের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালুন্ডা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ভারত থেকে ফেরার পথে দু’টি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর ২০১৬/হিমেল