নওগাঁ জেলার আত্রাই উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত হয়েছেন। সোমবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার তিলাবাদুরী সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, নবমী পূজা উপলক্ষে বিকেল থেকে মন্দির প্রাঙ্গনে দর্শনার্থীদের ভীর ছিল। রাত পৌনে ৯টার দিকে হঠাৎ গ্রামের একটি কুকুর ক্ষিপ্ত হয়ে মন্দিরে আগতদের কামড়াতে থাকে। এরপর কুকুরটি পালিয়ে যায়। এসময় শিশুসহ ১২ জন ঐ কুকুরের হামলার শিকার হয়।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর ২০১৬/হিমেল