পূর্ব শত্রুতার জেরে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. ফয়সাল (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া ৯টার দিকে ইউনিয়নের বাঘিয়াবাজার এলাকার পুড়াই ডিসি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
আহতরা হলেন আকাশ চোকদার (২২) ও শাহীন (২২)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের ভাগিনা মো. জুয়েল জানান, সোমবার রাতে ফয়সাল তার বন্ধুদের নিয়ে এলাকায় দুর্গাপূজা দেখতে গেলে পূর্ব বিরোধের জেরে আকাশ নামে একজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ফয়সালকে ছুরিকাঘাত করে আকাশ। এত ঘটনাস্থলেই ফয়সালের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর ২০১৬/হিমেল