পিরোজপুরের জিয়ানগর উপজেলায় এক গৃহবধূকে (২১) গণধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।
সোমবার রাতে ওই গৃহবধূর শ্বশুর বাদি হয়ে খসরু নামে এক যুবককে প্রধান আসামি করে জিয়ানগর থানায় মামলা দায়ের করেন।
জিয়ানগর থানার ওসি মিজানুল হক জানান, উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দড়িরচর গাজীপুর এলাকায় রবিবার রাতে ওই গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না। এই সুযোগে রাত দেড়টার দিকে ছয় থেকে সাতজন যুবক ওই গৃহবধূর ঘরে ঢোকে। এরপর তারা শ্বশুর-শাশুড়িকে জিম্মি করে গণধর্ষণ করে। এ সময় খসরু নামে ওই যুবককে চিনে ফেলে ওই গৃহবধূ। খসরুর বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায়।
এ ঘটনায় পুলিশ দেলোয়ার খান নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ১১ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন