লক্ষ্মীপুরের রায়পুর শহরের মা ও শিশু প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় মো. সিয়াম (১০) নামে এক শিশুর মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে। নিহত সিয়াম রায়পুরের পৌর মধুপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
জানা যায়, গতকাল রাতে ওই প্রাইভেট হাসপাতালে অপারেশন করার সময় শিশু সিয়ামের মৃত্যু হয়। ঘটনার পর থেকে দুই চিকিৎসক পলাতক রয়েছেন। আটক করা হয়েছে হাসপাতালের পরিচালক শহিদুল ইসলাম রানাকে।
রায়পুর থানার (ওসি) লোকমান হোসেন জানান, শিশু মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় একজনকে আটক করাও হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার