কুমিল্লার চৌদ্দগ্রামে গার্মেন্টস সিকিউরিটি গার্ড আবদুর রহিমের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোরে উপজেলার উজিরপুর ইউনিয়নের উজিরপুর গ্রামের মফিজ মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে মূল্যবান মালামাল পুড়ে যাওয়াসহ প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে সৃষ্ট আগুনে মুহুর্তের মধ্যে ঘরে থাকা সুকেশ, আলমারিসহ প্রায় সাত লাখ টাকার প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মিয়া নাছির উদ্দিন, ইউপি মেম্বার আবদুল হাই ও মহিলা মেম্বার ফাতেমা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/ ১১ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম