কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় আটক করে ১৩ যুবককে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে মো. মিন্টু ও মো. শাহিন নামে ২ যুবককে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সাগর, মাসুম, কৃষ্ণ গোপাল, লক্ষণ মণ্ডল, সাগর, মানিক চন্দ্র বাড়ৈ, হারুনুর রশিদ, মো. মাহিন, মো. আক্তার ও মো. সুমনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন জানান, সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় ১৩ যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে দুইজনকে জেল ও ১১ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/ ১১ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম