কুমিল্লার চৌদ্দগ্রামে চার বোতল ভারতীয় হুইস্কিসহ আটক মাদক ব্যবসায়ী শ্রী নিমাই চন্দ্র শীলকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার আলকরা ইউনিয়নের শিলরী গ্রামের শ্রী সুধাম চন্দ্র শীলের ছেলে।
বিজিবি-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান জানান, শ্রী নিমাই চন্দ্র শীলকে সোমবার বিকেলে ভারত সীমান্তবর্তী সোনাইছা এলাকা থেকে ৪ বোতল হুইস্কি আটক করা হয়। আজ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
বিডি-প্রতিদিন/এ মজুমদার