কক্সবাজারের টেকনাফে কর্মরত সাংবাদিকদের উদ্দ্যোগে কক্সবাজার জেলার দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম চৌধুরীকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১২টার দিকে টেকনাফ পৌরসভার বাসস্টেশন চত্বরে এ মানববন্ধন ও সবাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ষড়যন্ত্রমূলক ভাবে একটি মিথ্যা মামলায় সাইফুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ সংবাদপত্রের কণ্ঠরোধ করতে চায়। তাই অবিলম্বে দৈনিক বাকঁখালীর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই, সেই দেশ স্বাধীন দেশ হতে পারে না।
বিডি-প্রতিদিন/এ মজুমদার