ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদি গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে কাউসার ফকির (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। কাউসার ফকির মৃত মালেক ফকিরের ছেলে।
স্থানীয়রা জানান, কাউসার ফকির দুপুরে বাড়ীর পার্শ্ববর্তী বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে গেলে সেখানে ছেড়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। পরে মারাত্বক ভাবে আহত অবস্থায় তাকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর ২০১৬/হিমেল