‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’- এই শ্লোগান সামনে রেখে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের প্রচেষ্টায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যুতায়ন করা হয়েছে কালকিনি পৌর এলাকার লক্ষ্মীপুর পক্ষীরা গ্রামে। গতকাল সোমবার বিকেলে ডিজিটাল পদ্ধতিতে আনুষ্ঠানিক ভাবে শুভ বিদ্যুতায়নের উদ্বোধন করেন সংসদ সদস্য আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম ।
ইউএনও শাম্মী আক্তারের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, পৌর মেয়র মো. এনায়েত হোসেন হাওলাদার প্রমুখ।
বিডি-প্রতিদিন/এ মজুমদার