ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার মাধবপুরের রতনপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুর নুর (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ট্রাক চালক হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ার বাসিন্দা। এছাড়াও এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জামাল উদ্দিন শাহীন দুর্ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান, নিহত চালকের লাশ উদ্ধার করা হয়েছে। হাইওয়ে পুলিশ ট্রাক দুইটিও আটক করেছে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার