লক্ষ্মীপুরের রামগঞ্জে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাধা দিতে গেলে আলী আহাম্মদ (৬৫) নামে এক গৃহকর্তাকে কুপিয়ে জখম করে ডাকাতরা। এ সময় ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটে নেয়। সোমবার দিবাগত রাতে উপজেলার ভাদুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের প্রবাসী কামরুল ইসলাম ও আলী আহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত গৃহকর্তাকে রামগঞ্জ আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা যায়, গভীর রাতে ৬/৭ জনের একদল ডাকাত কলাপসিবল গেইটের তালা ভেঙে ঘরে ঢুকে প্রথমে প্রবাসী কামরুল ইসলাম ও পাশ্ববর্তী আলী আহম্মেদের ঘরে ডাকাতি করে। এ সময় বাধা দিলে গৃহকর্তা আলী আহম্মদকে কুপিয়ে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে যায়।
ডাকাতির খবর পেয়ে আজ সকালে লক্ষ্মীপুরের সহকারি পুলিশ সুপার (সার্কেল) শাহ নেওয়াজ ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডি-প্রতিদিন/এ মজুমদার