উৎসবের আমেজে বিজয়া দশমীতে শোভাযাত্রা শেষে চুয়ডাঙ্গায় প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। চুয়াডাঙ্গার বড়বাজার, তালতলা, দৌলাতদিয়াড়, বেলগাছি, ইসলামপাড়া, শ্মশানপাড়া ও মালোপাড়াসহ ১৫টি প্রতিমা প্রতিমাগুলো শহরের পাশেই মাথাভাঙ্গা নদীতে বিসর্জন দেন সনাতন ধর্মাবলম্বীরা। এছাড়া আলমডাঙ্গার ২৭টি প্রতিমা বিসর্জন দেয়া হয় উপজেলা শহরের পার্শ্ববর্তী জিকে ক্যানালে।
উপজেলার মুন্সিগঞ্জ পশুহাটের নিকটবর্তী মাথাভাঙ্গা নদীতে বিসর্জন দেয়া হয় ওই এলাকার বেশ কিছু প্রতিমা। বিসর্জনের সময় ধর্মমত ভুলে গিয়ে সব শ্রেণি পেশার মানুষের পাশাপাশি শিশু-কিশোররাও মাতোয়ারা হয়ে ওঠে।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর, ২০১৬/ফারজানা