অসহায় প্রতিবন্ধী স্কুলছাত্রী পপির পাশে দাঁড়ালেন শেরপুরের শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম। শনিবার ( ৭ জানুয়ারি) দুপুরে পপিকে হুইল চেয়ার ও পড়ালেখার খরচ দেন তিনি। তার পড়ালেখার আরো খরচ দেওয়ার আশ্বাসও দিয়েছেন।
পপি ঝিনাইগাতীর উপজেলার পশ্চিম কান্দুলী গ্রামের দিনমজুর জয়নাল আবেদীনের মেয়ে। সে ভটপুর এইচ,ইউ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার এ প্রতিবন্ধী পরিস্থিতি নজরে পড়ে স্থানীয় সাংবাদিকদের। বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় পপিকে নিয়ে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আলমের নজরে আসলে তিনি প্রতিবন্ধী মেয়েটিকে দেখতে যান। এ সময় তাকে হুইল চেয়ার ও পড়ালেখার খরচ দেওয়ার আশ্বাস দেন তিনি। শনিবার দুপুরে স্কুলে গিয়ে একটি হুইল চেয়ার ও পড়ালেখার খরচ বাবদ ১৮ হাজার টাকা পপি’র হাতে তুলে দেন ওসি এস আলম।
স্থানীয়রা বলেন, পুলিশের নামে নানা অভিযোগ থাকলেও অনেক ভালো মানুষও আছে, ওসি এস আলম সেটাই প্রমাণ করলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ